জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯। শনিবার সন্ধ্যায় রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।<br /><br />পুরো আয়োজনের সৌজন্যে আছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। এবারে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯-এর চ্যাম্পিয়নদের তালিকা কিছুক্ষণ পরই ঘোষণা করা হবে।<br /><br />আয়োজকরা জানান, এবারে বাংলাদেশ থেকে ৮০ সদস্যের প্রতিনিধি দল অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৯-এ অংশ নিচ্ছে। এবারে ৩৫টি ক্যাটাগরিতে ৬৯টি প্রতিষ্ঠান/প্রকল্পকে সম্মানিত করার পাশাপাশি ৩৭ জন বিচারক, আয়োজক কমিটির সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে। বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০১৯ এর পৃষ্ঠপোষকতায় আছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।<br /><br />বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের লক্ষ্য হলো- ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যক্তি, ছাত্র, উদ্যোক্তা, এসএমই এবং বাংলাদেশে পরিচালিত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের অসাধারণ কৃতিত্বের জন্য স্বীকৃতি প্রদান করা।<br /><br />বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/technology/news/532548